ডামি ছাড়াই ঝুঁকিপূর্ণ দৃশ্যে অপু বিশ্বাস
ভক্তদের চমকে দেয়াই যেন অপু বিশ্বাসের কাজ হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন আগে বাড়তি মেদ ঝড়িয়ে ভক্তদের চমকে দেন এই রূপসী তারকা। আর এবার কোন ডামি ছাড়াই ঝুঁকিপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করে আবারও খবরের শিরোনামে পরিণত হন।
ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনেতা-অভিনেত্রীরা ডামি ব্যবহার করেন। সাধারণত এটাই নিয়ম। কিন্তু অপু বিশ্বাস এবার কোনো ডামি ছাড়াই ঝুঁকিপূর্ণ একটি দৃশ্যে অংশ নিলেন। দৃশ্যটি ছিল একটি টেবিলের কাঁচ হাত দিয়ে আঘাত করে ভেঙে ফেলার।আর তা সফলভাবেই শেষ করেছেন অপু। উত্তরার মন্দিরা শুটিং হাউসে মাই ডার্লিং সিনেমার শুটিংয়ে এই দৃশ্যটি ধারণ করা হয়।
অপু সংবাদমাধ্যমকে বলেন, দৃশ্যটি করার জন্য পরিচালক ডামি ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু দৃশ্যটি আমার কাছে বাস্তবসম্মত মনে হচ্ছিল না। সে কারণেই কাজটা করতে হলো। এ ধরনের ঝুঁকিপূর্ণ দৃশ্য এবারই প্রথম করলাম। নতুন একটা অভিজ্ঞতা হলো।
তিনি আরও বলেন, হাতে সামান্য ব্যথা পেয়েছি। এছাড়া তেমন কিছু হয়নি।
মন্তব্য চালু নেই