ডাব্বুর পার্টিতে নজরে সানি?
ক্যামেরার পেছনে ডাব্বু রত্নানি মানেই একের পর এক দুর্দান্ত ছবি। প্রতিবছর সেলেব ক্যালেন্ডার তৈরি করেন তিনি। গত বুধবার রাতে মুম্বাইয়ে ডাব্বুর ২০১৭-এর ক্যালেন্ডার লঞ্চের পার্টি ছিল। মধ্যমণি ছিলেন শাহরুখ খান। ছিলেন তাবড় তাবড় বলি সেলেবরা। রেখা, বিদ্যা বালান, বরুণ ধবন… এমনই লম্বা লিস্ট।
তবে স্পটলাইট ছিল সানি লিওনের ওপর। কারণ এই প্রথমবার ডাব্বুর ক্যালেন্ডারের জন্য ফটোশুট করেছেন সানি।
পার্টিতে বেশির ভাগ সময়ই শাহরুখ হলেন ক্যামেরাম্যান। আর তাঁর সামনে দাঁড়িয়ে একের পর এক পোজ দিতে দেখা গেল ডাব্বুকে। চলতি সপ্তাহের শুরুতে ২০১৭-এর ‘ক্যালেন্ডার সেলেব’-দের সঙ্গে তোলা ভিডিও শেয়ার করেছিলেন ডাব্বু। সেখানে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, সঞ্জয় দত্ত, রণবীর সিংহ, শ্রদ্ধা কাপুর, ফারহান আখতার, সোনাক্ষী সিন্হা, অর্জুন রামপাল, অভিষেক বচ্চন, টাইগার শ্রফ প্রমুখ। সানির মতো টাইগারও এ বছরই ডেবিউ করলেন ডাব্বুর ক্যালেন্ডারে।-আনন্দবাজার
মন্তব্য চালু নেই