ডাকাত সন্দেহে মাইক্রোসহ ৯ জন আটক
সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে : রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বায়া হাট এলাকায় ডাকাত সন্দেহে মাইক্রোবাসসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে বায়া হাট এলাকায় একটি কালো রঙের হাইচ মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৫৩৫৩) ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। ওই সময় স্থানীয় লোকজন মাইক্রোবাসটি ঘিরে ফেলে ও পাশেই অবস্থিত বায়া পুলিশ ফাঁড়িকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে গাড়ির মধ্যে থাকা নয় জনকে আটক করে।
আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রনি (২৮), জনি (২৯), কুরবান (২৭), সুজন (২৮), ওমর ফারুক (২৯), রানা (২৭), মামুন (২৮), রবিউল (৩২), তুষার (৩১)।
স্থানীয়রা জানান, কালো মাইক্রোবাসটির চলাফেরা সন্দেহজনক ছিলো। অনেকক্ষণ ধরে তারা বায়া হাটের আশেপাশে ঘোরাঘোরি করছিলো। এ নিয়ে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন মাইক্রোটি ঘিরে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। উপপরিদর্শক তাসবিরের নেতৃত্বে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এসময় উত্তেজিত জনতার ইট-পাটকেল ছোাঁড়ে।
স্থানীয়রা অভিযোগ করেন, ওই মাইক্রোতে এক নারী সদস্যও ছিলো। ঘটনার সময় ওই নারী সদস্য গা ঢাকা দেয়। তাদের কাছে ভারি অস্ত্র ছিলো।
রাতে পুলিশ নারীকে আটক করার জন্য অভিযানে নেমেছে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, আটককৃতদের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে তাদের ফাঁড়িতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য চালু নেই