ডাকাতির শিকার ফেলপসের দল

যুক্তরাষ্ট্রের অলিম্পিক দল বন্দুকের মুখে ডাকাতির শিকার হয়েছে। এসময় ঘটনাস্থলে ছিলেন, মাইকেল ফেলপসের সতীর্থ অলিম্পিক স্বর্ণজয়ী রায়ান লোছেত। নিউইয়র্ক টাইমস বলছে, ওই সময় ফেলপসদের দলের আরো তিনজন ছিলেন।

যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির অলিম্পিক কর্মকর্তারা ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত জানাতে পারেনি।

ব্রাজিলে এই ধরনের ঘটনা নিয়ে শঙ্কা শুরু থেকেই ছিল। অলিম্পিক ভিলেজে চুরির খবর ইতিমধ্যে সমালোচনার ঝড় তুলেছে। এর ভেতর আবার ডাকাতির ঘটনা ঘটে গেল।

রবিবার রাতে অলিম্পিক কমিটির পক্ষ থেকে ডাকাতির কথা নিশ্চিত করা হয়েছে।

‘কয়েকজন বন্দুকধারী অ্যাথলেটদের ট্যাক্সি থামায়। তারপর তাদের কাছ থেকে টাকা-পয়সা এবং ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নেয়।’ বলেন যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলের একজন মুখপাত্র।

তিনি জানান, চার অ্যাথলেটই সুস্থ আছেন। শারীরিকভাবে তাদের আহত করা হয়নি।



মন্তব্য চালু নেই