‘ডন থ্রি’ তে থাকছেন শাহরুখ
বলিউডের জনপ্রিয় সিনেমা ডন সিরিজের পরবর্তী সিনেমা ডন থ্রি নিয়ে চলছে নানা গুঞ্জন। তার মধ্যে একটি, প্রথম দুই সিনেমার মতো এবার আর থাকছেন না বলিউড কিং শাহরুখ খান। তবে সিনেমাটির পরিচালক ফারহান আখতার জানিয়েছেন ডন থ্রিতেও থাকবেন শাহরুখ।
১৮ নভেম্বর বুধবার ফারহান আখতার সাংবাদিকদের জানান, ডন থ্রির চিত্রনাট্য এখনও তৈরি হয়নি। তবে যদি সিনেমা তৈরি হয় তাহলে ‘ডন’ চরিত্রে শাহরুখ খান অবশ্যই থাকবেন। কিন্তু প্রিয়াঙ্কা এবং অন্যান্য অভিনয় শিল্পীরা থাকবেন কিনা সে সম্পর্কে কোনো নিশ্চয়তা দেননি তিনি।
শাহরুখ এবং প্রিয়াঙ্কা জুটি নিয়ে ফরাহান আখতার বলেন, ‘আমি এখনও কোনো চিত্রনাট্য তৈরি করিনি। তাই কে কে থাকবেন তা বলা খুব কঠিন। তবে শাহরুখ অবশ্যই থাকবেন। এছাড়া অন্যান্যদের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। এটি নির্ভর করবে চিত্রনাট্যতে কোন কোন চরিত্র থাকছে তার ওপর।’
‘ডন’ চরিত্রটি সম্পর্কে ফারহান বলেন, ‘আমি চরিত্রটি অনেক পছন্দ করি। এই চরিত্রটি লেখার ব্যাপারেও আমি বেশ উচ্ছ্বসিত থাকি। শাহরুখের সঙ্গে কাজ করেও আমি খুব মজা পাই। আশা করছি পরবর্তীতে ভালো কিছুই থাকবে। তবে এটি নিয়ে আমি এখনও কোনো পরিকল্পনা করিনি।
মন্তব্য চালু নেই