ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ॥ আহত ৫

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে হজরত আলী (৩৬) নামে অটোবাইকের এক যাত্রী নিহত ও আরো ৫ যাত্রী আহত হয়েছে।আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের বাগেরহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোবাইকটি গড়েয়া থেকে ৬জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে বাগেরহাট এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে অটোবাইকের মুখোমুখি সংষর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হজরত আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে ঠাকুরগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত হজরত আলী সদর উপজেলার কালিকাগাঁও শাহাপাড়ার ইব্রাহীম আলীর ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই