ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসী ও জঙ্গী হামলার প্রতিবাদে সুজনের মানববন্ধন

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বানে সুশাসনের জন্য নাগরিক ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যেগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

সুশাসনের জন্য নাগরিক ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনতোষ কুমার দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি নুর বানু, সুজনের সদস্য মাসুদ আহম্মেদ সুবর্ন প্রমূখ।

বক্তারা এসময়, সুজন এর পক্ষথেকে গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্নতা প্রকাশ করেন এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ, কঠোর হাতে দমন, জাতীয় ঐক্য গড়ে তোলা সহ আরো বিভিন্ন বিষয়ে অঙ্গিকার বদ্ধ হোন।



মন্তব্য চালু নেই