ঠাকুরগাঁওয়ে রাজন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সিলেটের শিশু রাজনকে নৃশংসভাবে হত্যাকারীদের বিচার ও শিশুদের নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাওয়ে মানববন্ধন করা হয়েছে।
ঠাকুরগাঁও সর্বস্তরের ছাত্র সমাজের উদ্যোগে আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয় ঠাকুরগাঁও সর্বস্তরের ছাত্র সমাজের সদস্য রাসেদুজ্জামান সাজু, প্লাবন, সেজান, শৌরভ, শরিফুল জিলানী এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।
মানববন্ধনে রাজন হত্যাকারীদের কঠিন শাস্তি দিয়ে দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়।
মন্তব্য চালু নেই