ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভা

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ মাদরাসার শিক্ষার মনোন্নয়নে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি আবু তোরাব মানিক, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম মহাসচিব ফজলুল বারী বেলাল। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব জহির উদ্দীন হাওলাদার। ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ফজলে ইমাম বুলবুল, নির্বাহী কমিটির সদস্য ফারুক, আমিরুল ইসলাম, খলিলুর রহমান, এস মিলন, সোহেল আলম, রুস্তম, আব্দুর রাজ্জাক, ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ। সভায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভার শুরুতেই মুক্তিযুদ্ধে সকল শহীদের উদ্দেশে এক মিনিট নিরবতা পালন করা হয় ।



মন্তব্য চালু নেই