ঠাকুরগাঁওয়ে দুধ্বর্ষ ডাকাতি : ৪ লাখ টাকা লুট
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শনিবার ভোর রাতে দুর্ধষ¦ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নলঙ্কার, মোটর সাইকেল, নগদ টাকা সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। তাদের মারপিটে গুরুতর আহতাবস্থায় বাড়ীর গৃহকত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ২৩ মে ভোর রাত ২ টার দিকে ৭/৮ জনের একদল সশস্থ্র ডাকাত উপজেলার সেনুয়া গ্রামের সার-কীটনাশক ব্যবসায়ী নাসির উদ্দিনের বাড়ীতে প্রবেশ করে অস্ত্রের মুখে মারপিট ও পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ১লাখ ৫৩ হাজার টাকা, স্বর্নলঙ্কার, ১ টি ডিসকভার-১২৫ সিসি মোটর সাইকেলসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চম্পট দেয়। ডাকাতদল পরিবারের সদস্যদের বেধড়ক মারপিট করে। তাদের মারপিটে গৃহকত্রী এলানুর বেগম(৩৫) মারাতœক আহত হন। তাকে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ও পরে অবস্থার অবনতিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃ আব্দুর রহিম শাহ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ডাকাতির সন্দেহে একই গ্রামের ফারুক হোসেন ও আব্দুল জলিলকে আটক করেছে।
মন্তব্য চালু নেই