ঠাকুরগাঁওয়ে কৃত্রিম প্রজনন কেন্দ্রের কর্মকর্তা-কর্মীদের সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রাণীজ পুষ্টির চাহিদা মেটাতে ডিম-দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির কলা কৌশল বিষয়ক ঠাকুরগাঁওয়ে প্রাণী সম্পদ ও কৃত্রিম প্রজনন কেন্দ্রের কর্মকর্তা-কর্মীদের কর্মসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে কৃত্রিম প্রজনন কেন্দ্র আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কৃত্রিম প্রজনন ও ঘাস উৎপাদন বিভাগের উপ-পরিচালক হযরত আলী আখন্দ। দিনাজপুর অঞ্চলের কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক ডা. দেবাশীষ দাশের সভাপতিত্বে বক্তব্য দেন প্রণীসম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক ডা.স্বপন কুমার পাল, ঠাকুরগাঁও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এম এম মোশাররফ হোসেন,দিনাজপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাক প্রমুখ।

এই কর্মপরিকল্পনা ও মূল্যায়ন সভায় বৃহত্তর দিনাজপুর জেলার ২৩ টি উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তর ও কৃত্রিম প্রজনন কেন্দ্রের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মীদের উপহার প্রদান করা হয়। পরে প্রজনন কেন্দ্রের মাঠ কর্মীদের ভাতা দেয়া হয়।



মন্তব্য চালু নেই