ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ “সিদু-কানুর আত্মত্যাগ আমাদের সংগ্রামের চেতনা” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতীয় আদিবাসী পরিষদ ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের যৌথ উদ্যোগে সাধারণ পাঠাগার চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালিতে আদিবাসী নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার উপদেষ্টা অ্যাড. ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা, ঢেনা মুরমু ও বিষুরাম মুরমু প্রমুখ।



মন্তব্য চালু নেই