ঠাকুরগাঁওয়ে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ
শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি॥ দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ৬০ জন উপকারভোগীদের মাঝে বিনামূল্যে গবাদী পশু বিতরণ করা হয়েছে। ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগঁও শাখা’র উদ্যোগে সংস্থা কার্যালয় চত্বরে আনুষ্ঠানিতকভাবে ৬০জন দরিদ্র পরিবারকে বিনামূল্যে ১টি করে গরু বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী।
এসময় আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম. মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলী খান, এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ও উপকারভোগিরা জানান, গরু প্রতিপালনের মধ্য দিয়ে বাড়তি আয় রোজগারের সুযোগ তৈরী হবে ও ছেলে মেয়ের পড়াশুনার খরচ বহনে সহায়ক হবে। এ ধরণের কার্যক্রম আরো জোড়দার করলে দারিদ্র মুক্ত সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপকারভোগী ছাড়াও স্থানীয় নেতৃবর্গ, বিশিষ্ট্য সমাজ সেবক, সাংবাদিক ও সরকারী বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই