ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ভিশন বাংলাদেশ জেলা চক্ষু পরিচর্যা কর্মসূচির অংশ হিসেবে গ্রামিন চক্ষু হাসপাতালের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গ্রামিন চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং রুহিয়া ইউনিয়ন আওয়ামিলিগের যৌথ উদ্যোগে রোববার চক্ষু ক্যাম্প শুরু হয়।সকাল ১০ টায় শুরু হওয়া এ ক্যাম্পে ২৭৫ জন রোগির রেজিস্ট্রেশন শেষে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও ৫০ রোগির ছানি অপারেশন করার জন্য বাছাই করা হয়। এ ক্যাম্পে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন গ্রামিন চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আজিজুল ইসলাম এবং ডা. তানিয়া তাজমিন চৌধুরি।
সহঃ ব্যাবস্থাপক এমদাদুল হক জানান, ইতোমধ্যে ছানি অপারেশনের জন্য ৫০ জন রোগিকে বাছাই করা হয়েছে। তাদের ঠাকুরগাঁও গ্রামিন চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনা মূল্যে অপারেশন করা হবে। সেই সাথে ওষুধ ও থাকা খাওয়া সহ আসা যাওয়ার ভাড়াও পরিশোধ করতে হবেনা কোন রোগিকে।
মন্তব্য চালু নেই