ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অস্ত্রসহ আটক ২
শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড়ে পিস্তলসহ অতুল চন্দ্র সিংহ (২৩) ও আশরাফুল ইসলাম (২৬) নামে ২ যুবককে আটক করেছে র্যাব।মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে অভিযান চালিয়ে নীলফামারী র্যাব-১৩ তাদের আটক করে।
আটককৃত অতুল চন্দ্র ধর্মগড় কাশিপুরের আটঘরিয়া গ্রামের দ্বিনেশ চন্দ্র সিংহের ছেলে ও আশরাফুল নেকমরদ ভবানন্দপুর গ্রামের আলমের ছেলে।
নীলফামারী র্যাব-১৩ সিপিসি-২ এর কমান্ডার মেজর খুরশিদ আলম তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কাউন্সিল বাজারে যায়। সেখানে আশরাফুলে মোটর সাইকেল মেকারের দোকান ও অতুল চন্দ্রের খুচরা যন্ত্রাংশের দোকানে অভিযান চালিয়ে পিস্তল উদ্ধার করে।এ ঘটনায় রানীশংকৈল থানায় মামলা দিয়েছে র্যাব।
মন্তব্য চালু নেই