টয়লেট পেপারে তৈরি বিয়ের পোশাক!
বিয়ের দিন সব মেয়েই চায় সবাইকে তাক লাগিয়ে দিতে। এই তরুণীও তাই চেয়েছিলেন। তারপর তিনি যা করলেন? এককথায় সবার চক্ষু ছানাবড়া!
এই সেই বিয়ের পোশাক বা বলা ভালো ওয়েডিং গাউন। যা তৈরি হয়েছে টয়লেট পেপার দিয়ে। বিশ্বাস হচ্ছে না তো? ১০ রোল টয়লেট ন্যাপকিন পেপার দিয়ে তৈরি করা হয়েছে এই ওয়েডিং গাউনটি। দাম শুনলে চক্ষু আরও ছানাবড়া হওয়ার জোগাড় হবে। ১০ হাজার ডলার!
আসলে নিউইয়র্কের ওই তরুণী নিজেই একজন ফ্যাশন ডিজাইনার। অভিনব এই ওয়েডিং গাউনটি একটি প্রতিযোগিতায় ইতিমধ্যে প্রথম পুরস্কারও জিতে ফেলেছে।
মন্তব্য চালু নেই