বিস্ফোরণে ব্যবসায়ী আহত

টয়লেটের ছাদে বস্তাভর্তি ককটেল

লক্ষ্মীপুরে টয়লেটের ছাদে দুর্বৃত্তের রেখে যাওয়া বস্তাভর্তি ককটেল বিস্ফোরণে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির টয়লেটের ছাদে একটি ব্যাগ দেখতে পেয়ে ফার্নিসার ব্যবসায়ী দেলোয়ার ওই ছাদে উঠেন। এ সময় তিনি ব্যাগের মুখ না খুলে সেটি ছাদ থেকে নিচে ফেলে দিলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে তিনি আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ককটেলের আলামত উদ্ধার করে পুলিশ। ওই বস্তায় ২০ থেকে ২৫টি ককটেল ছিল বলে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, বেশ কয়েকটি ককটেলের আলামত উদ্ধার ও এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
নিরাপদ মনে করে এলাকার দুর্বৃত্তরা ককটেলগুলো বস্তায় ভরে ওই ছাদে সংরক্ষণ করছিল বলে ধারণা পুলিশের এই কর্মকর্তার।



মন্তব্য চালু নেই