ট্রেলারে দেখুন শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ (ভিডিও)
বিশ্বসাহিত্যের অন্যতম সাহিত্যিক উইলিয়াম শেকসপিয়র। তাঁর অসংখ্য রচনা নিয়ে কাজ হয়েছে বিস্তর। নাট্যমঞ্চ ছাড়াও আধুনিক চলচ্চিত্র মাধ্যমেও শেক্সপিয়রের রচনাকে বিভিন্নভাবে তুলে ধরেছেন বিশ্বের নামীদামি নির্মাতারা। তাঁর রচিত বিয়োগান্তর নাটকগুলো এরমধ্যে সবচেয়ে এগিয়ে। আর বিয়োগান্তর নাটকগুলোর মধ্যে ওথেলো’র পরেই সবচেয়ে বেশী কাজ হয়েছে ‘ম্যাকবেথ’ নিয়ে। শেকসপিয়রের সবচেয়ে ক্ষুদ্র ট্র্যাজেডি নাটক ‘ম্যাকবেথ’ নিয়ে আবার চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এরই মধ্যে প্রকাশ হয়েছে ছবির ট্রেলারও।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় নির্মাতা জাস্টিন কার্জেল নির্মাণ করছেন শেকসপিয়রের অন্যতম এই বিয়োগান্তর নাটকটি। ছবিটি যুক্তরাজ্যে আসছে ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরইমধ্যে বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে ছবিটি প্রদর্শনের জন্য মনোনিত হয়েছে।
এর আগে রোমান পোলনস্কি ১৯৭১ সালে শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’কে চলচ্চিত্রায়ণ করেছিলেন।
মন্তব্য চালু নেই