ট্রেবল জিততে পারে ম্যানইউ : এনরিকে
কোচ হিসেবে দায়িত্ব নিয়ে নিজের প্রথম মৌসুমেই বার্সেলোনাকে ট্রেবল শিরোপা জিতিয়েছেন লুইস এনরিকে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতে ইউরোপে নিজেদের শক্তিমত্তাকে নতুন করে জানান দিয়েছে কাতালান ক্লাবটি। তবে মৌসুম শুরুর আগে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে হেরে বসেছে তারা।
শনিবার মেসি-নেইমারের অনুপস্থিতিতে দল হারলেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুল করেননি বার্সেলোনার কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে ম্যানইউ কোচ লুইস ফন গালের প্রশংসা ঝরেছে তার কণ্ঠে। এনরিকের মতে, আগামী মৌসুমে ডাচ কোচের অধীনে নাকি ট্রেবল শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে রেড ডেভিলসদের।
ডেভিড ময়েসের অধীনে খাদের কিনারায় চলে যাওয়া ম্যানইউকে আবারো শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন ফন গাল। ইংলিশ প্রিমিয়ার লিগে গেল বার ভালো অবস্থানেই ছিল দলটি। তাই এই মৌসুমে ম্যানইউর সম্ভাবনা নিয়ে এনরিকে বলেন, ‘এক মৌসুম আগে বার্সা ট্রফিহীন ছিল। কিন্তু, গত মৌসুমেই আমরা ট্রেবল জয় করি। ম্যানইউও এমনটা করতে পারে। কেননা এটাও একটা সেরা ক্লাব।’
বার্সেলোনায় খেলোয়াড় হিসেবে ফন গালের কোচিং ক্লাসে অনেক কিছুই শিখেছেন এনরিকে। তাই ডাচ কোচের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘ফন গালের মতো একজন বিশ্বমানের কোচ ম্যানইউর দায়িত্বে আছেন। তাদের দলে ভালো মানের বেশ কয়েকজন খেলোয়াড়ও রয়েছে। এটা এমন একটি দল যারা যে কোনো প্রতিযোগিতায় শিরোপা জয়ের সক্ষমতা রাখে।’
মন্তব্য চালু নেই