ট্রেন দুর্ঘটনায় কাটা পড়ল চবি শিক্ষার্থীর পা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে দুর্ঘটনার শিকার হয়ে এক শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম আমিনুল ইসলাম অনিক। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে ছেড়ে আসা রাত সাড়ে ৮টার ট্রেন বিশ্ববিদ্যালয়ের স্টেশনে পৌঁছালে তাড়াহুড়া করে নামতে গিয়ে ট্রেনের নিচে পা চলে যায় আমিনুল ইসলাম অনিকের। এ সময় তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স এসে আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, তাড়াহুড়া করে অসাবধানবসত নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হন আমিনুল ইসলাম অনিক। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন।
মন্তব্য চালু নেই