ট্রেনে সাপ, হঠাৎ থামল মাঝপথে

জাপানে বুলেট ট্রেন খ্যাত দ্রুত গতির সিনকানসেন হঠাৎ মাঝপথেই থামাতে হলো। ট্রেনের দুটি আসনের মাঝখানে একটি জলজ্যান্ত সাপ দেখে দ্রুত এটি থামিয়ে সাপটি ধরে পুলিশ। খবর জাপান টাইমসের।

টোকিও থেকে হিরোশিমার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেনটি সোমবার সিজিওকাকেন অতিক্রম করার সময় ৩০ সেন্টিমিটারের বাদামি রঙের সাপটি এক ট্রেনকর্মীর চোখে পড়লে সঙ্গে সঙ্গে পরের হামামাৎসু স্টেশনে থামানো হয়।

ট্রেনটি থামানোর পরপরই পুলিশ এসে সব যাত্রীকে জিজ্ঞেস করে সাপটি কার। কেউ এটির মালিকানা দাবি না করায় পুলিশ সাপটি নিয়ে যায়। পুলিশের ধারণা কোনও যাত্রী এটি ট্রেনে করে নিয়ে যাচ্ছিল। তার অজান্তে এটি বের হয়ে সিটের মাঝখানে বসে গড়াগড়ি খাচ্ছিল।

সময়মতো চলাচলের জন্য জাপানে বুলেট ট্রেন বিশ্বে বেশ সুনাম কুড়িয়েছে। তবে সাপের কারণে হঠাৎ তাদের যাত্রাপথে থামতে হলো।



মন্তব্য চালু নেই