ট্রেনে কাটা পড়ে যুগ্ম সচিবের মৃত্যু

ময়মনসিংহ জেলার রেলওয়ে স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রণজিৎ চন্দ্র সরকার (৫৫) নিহত হয়েছেন।

সোমবার সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রণজিৎ চন্দ্র সরকার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাকরপুর গ্রামের নরেদ্র চন্দ্র সরকারের ছেলে। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন।

কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকার উদ্দেশে যাওয়ার জন্য হাওর এক্সপ্রেস ট্রেনে চড়ে। ময়মনসিংহ স্টেশনে ট্রেনটি দাঁড়ালে তিনি প্রয়োজনে নামেন। এরপর ট্রেন ছেড়ে দিলে তিনি উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।



মন্তব্য চালু নেই