ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু
সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে শোভন (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নগরীর বহরমপুর রেলক্রসিংএ এ ঘটনা ঘটে। সে মহানগরীর রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকার মৃত ফজলুর ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী স্টেশনের অভিমুখে একটি ট্রেন আসছিলো। ওই সময় অসতর্ক অবস্থায় রাস্তা পার হচ্ছিলেন শোভন। ট্রেনটি তার অনেক কাছে চলে আসলেও সে দেখতে পায় না এবং এক পর্যায়ে শোভন ট্রেনে কাটা পড়ে ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সঙ্গে তার দুই পা ও মাথায় দুমড়ে-মুছড়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, বিষয়টি যেহেতু রেলের জায়গায় হয়েছে সেহেতু সেটি রেল পুলিশের বিষয়। তবে, তিনি ঘটনাটি শুনেছেন।
মন্তব্য চালু নেই