ট্রেনে কাটা পড়ে মৃত ‘রামায়ণ’-এর বিভীষণ খ্যাত অভিনেতা মুকেশ রওয়াল

জনপ্রিয় ‘রামায়ণ’ সিরিয়ালে বিভীষণের ভূমিকায় অভিনয় করা মুকেশ রওয়ালকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মুম্বই পুলিশ জানিয়েছে, ৬৬ বছরের অভিনেতার দেহটি বোরিভালি ও কান্দিভালির মাঝে রেললাইনের ধারে উদ্ধার করা হয়। প্রাথমিক অনুমান, লাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়েন তিনি।

মুম্বই রেল পুলিশ কমিশনার নিকেত কৌশিক জানান, ঘটনাটি মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ ঘটলেও, সঙ্গে কোনও পরিচয়পত্র না থাকায় পুলিশ তা সনাক্ত করতে পারেনি। এই দিন মৃতের পরিবার দেহ সনাক্ত করেন। রামায়ণ ছাড়াও বেশ কিছু গুজরাতি ছবি ও সিরিয়ালে অভিনয় করেছেন মুকেশ। বর্তমানে, একটি গুজরাতি সিরিয়ালে কাজও করছিলেন।-এবিপি আনন্দ



মন্তব্য চালু নেই