ট্রেনের আগে ছুটলেন সালমান

২০১৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুলতান’। সিনেমার টিজার, বিভিন্ন পোস্টার এবং ছবি দিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা বাড়িয়ে দিচ্ছেন নির্মাতা।

সিনেমার কাহিনি কী হবে তা নিয়ে রীতিমতো ধাঁধায় রয়েছেন দর্শক। এরই মধ্যে সিনেমাটির আরো একটি পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। ছবিতে দেখা গেছে পুরনো আমলের একটি বাষ্পচালিত ট্রেনের আগে ছুটছেন সালমান।

দৃশ্যটিতে যে ট্রেনটি দেখানো হয়েছে সেটির নাম ‘আকবর’। ট্রেনটি ৫০ বছরের পুরনো। হরিয়ানার রেওয়ারিতে দৃশ্যটি ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

সিনেমাটিতে সুলতান আলী খানের ভূমিকায় অভিনয় করছেন সালমান খান। অন্যদিকে আনুশকাকে দেখা যাবে আরফা চরিত্রে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।



মন্তব্য চালু নেই