ট্রেনিংয়ের ফাঁকে মৎস্য শিকারী ইব্রা

যে সে মাছ নয় একেবার রাক্ষুসে পাইক মাছ ধরলেন জ্লাটান ইব্রাহিমোভিচ। সুইডিস তারকা স্ট্রাইকার শনিবার অনুশীলনের পরই বন্ধুদের সঙ্গে মাছ ধরতে বেরিয়ে পড়েন। এবং মাছ ধরতে যে সক্ষম হলেন তার ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এদিন নিজের ফেসবুকে সেই ছবি পোস্ট করেন ইব্রা। রবিবার ২০১৬ ইউরো বাছাই পর্বের ম্যাচে লিচেনস্টাইনের বিরুদ্ধে খেলেতে নামবে সুইডেন। তার আগে মাছ ধরেই বেশ হাসি-খুশি সময় কাটালেন ইব্রা। ৩৩ বছর বয়সি ইব্রাহিমোভিচ এবছরই দেশের জার্সিতে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েন।
সুইডেনের হয়ে ৯৯ ম্যাচ খেলে ৫০ গোল করেছেন তিনি। ১৯৩২ থেকে এই রেকর্ড অক্ষত রেখেছিলেন সুইডেনের সেন রাইডেল। দেশের জার্সি গায়ে ৪৯টি গোল করেছিলেন তিনি।



মন্তব্য চালু নেই