ট্যানজা মাল্টিমিডিয়া স্পিকার এখন বাজারে
অ্যাপেক্স টেকনোলজি বাজারে এনেছে স্ট্যানজা ব্র্যান্ডের এসএস-২০৩ মডেলের মাল্টিমিডিয়া স্পিকার। এতে আছে ১৮ ওয়াটের সাব-উফার এবং ৫ ওয়াটের দুটি স্যাটেলাইট স্পিকার।
ইউএসবি পোর্ট ব্যবহার করে এতে সরাসরি পেনড্রাইভ থেকে গান শোনা যায়।
মন্তব্য চালু নেই