ট্যাক্সিচালকের ধমক খেলেন অমিতাভ
হাল্কা গোলাপি পাঞ্জাবি৷ নীল সোয়েটার৷ খাকি প্যান্ট৷ মাথায় টুপি৷ রবিবার দুপুরে এমনই পোশাকে কলকাতার অফিসপাড়া ডালহৌসির ‘নো সাইক্লিং’ রোড হেলতে দুলতে সাইকেলে প্যাডেল করছেন এক বয়স্ক ভদ্রলোক৷ ‘কী সাইড দিয়ে যেতে কষ্ট হচ্ছে নাকি! রাজার মতো রাস্তার মাঝখানে দিয়ে চলেছেন,’ — জানলা দিয়ে মুখ বাড়িয়ে চিৎকার করে উঠলেন এক ট্যাক্সিচালক৷
এরপরেও নির্বিকার ভঙ্গিতে লম্বা লোকটার সাইকেল চালানোর ধরন আগের মতোই, ‘সাইড’ দেওয়ার কোনও ইচ্ছে নেই তাঁর৷ পিছনের গাড়িগুলিও নাছোড়বান্দা৷ হর্নের প্যাঁ-পোঁ শব্দে কান ঝালপালা হওয়ার জোগাড়৷ আর ধৈর্য ধরতে পারলেন না বিরক্ত ট্যাক্সিচালক৷ তেড়েফুঁড়ে সাইকেল চালকের পাশে এসে চিৎকার করে কিছু একটা বলতে গিয়েই জিভ কাটলেন, ‘আরে একি! গুরু যে!’
অমিতাভের সামনে শুধু একটি এসইউভি গাড়ি৷ সেখান থেকেই ক্যামেরাবন্দী হচ্ছেন তিনি।
রবিবার রাতেই শহরের রাস্তায় নিরাপত্তারক্ষী ছাড়া সাইকেল চালানোর অভিজ্ঞতা নিয়ে টুইট করেছেন ‘বিগ বি’৷ লিখেছেন, ‘কলকাতার রাস্তায় সাইকেল চালাচ্ছি৷ ভিড় এবং ক্যামেরা অনুসরণ করছে৷ খুব টেনশন হচ্ছিল৷ এক সময় চাকরির জন্য তো এ রকমই করেছি৷
মন্তব্য চালু নেই