‘টোয়োটা’-র লোগোয় কী লেখা আছে জানেন? নিশ্চিত অবাক ও মুগ্ধ হবেন…
‘টোয়োটা’-র লোগো দেখলে কী মনে হয়? গোটা তিনেক ‘এলিপ্স’-এর কারুকাজ? কিন্তু এই তিনটি এলিপ্স-এর আড়ালেই লুকিয়ে রয়েছে আসল কথাটি।
এমন ভাবার কোনও কারণ নেই যে, স্রেফ দেখতে ভাল লাগবে বলে এমন একটি লোগো তৈরি করা হয়েছে। দর্শনধারী তো হতেই হবে। কিন্তু সেই সঙ্গে অর্থবহ হওয়াও জরুরি। এই বিষয়টি মাথায় রেখেই তৈরি করা হয়েছে টোয়োটা-র লোগো।
অর্থ অবশ্যই রয়েছে। কী সেই অর্থ? দেখুন নীচের ছবি আর মুগ্ধ হতে থাকুন।
মন্তব্য চালু নেই