টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হয়েছেন যিনি
আজকালকার টি-২০ এর যুগে দিন দিন কেবল কমতেই থাকছে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা। কিন্তু একজন খেলোয়ার কতটা ভাল কিংবা কতটা খারাপ তা যাচাই করার একমাত্র মাধ্যমই টেস্ট ক্রিকেট। তাই এই টেস্ট ক্রিকেটকেই বলা হয ক্রিকেটর রাজা।
কিন্তু আনারা কি কেউ জানেন গৌরভময় টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যান অব দ্যা হয়েছে কে? না জানলেও সমস্যা নেই, আমি বলে দিচ্ছি।
এখন পর্যন্ত টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ১৬৬ ম্যাচে ২৩ বার ম্যাচসেরা হয়েছেন তিনি।
আর দ্বিতীয় সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের হাতে। টানা সবচেয়ে বেশি চার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক ২০০১ সালে ভারত, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের (২) বিপক্ষে টানা ম্যাচসেরা হয়েছিলেন। ওই চার ম্যাচে ৪২ উইকেট নেন মুরালি।
মন্তব্য চালু নেই