টেন্ডার নিয়ে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ

বরিশালের হিজলায় টেন্ডার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বড়জালিয়া এলাকায় উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা যুবলীগ নেতা লিটন সিকদার (৩০) ও মো. আরিফ হোসেন (৩৪)। বাকি তিন জনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি হরিনাথপুর খেয়াঘাট ইজারার দরপত্র আহ্বান উপজেলা পরিষদ। মঙ্গলবার শেষ দিনে দরপত্র সংগ্রহ করতে যান স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সমর্থক ওই ইউনিয়নের চেয়ারম্যান তরিফুর রহমানের লোকজন। এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা মো. লোকমান গ্রুপের মোফাজ্জেল, আবুল কালাম আজাদ ও তানভিরসহ ২০-২৫ জন তাদের বাধা দেয়। এ ঘটনায় চেয়ারম্যানের সমর্থক যুবলীগ নেতা লিটন সিকদার ও মো. আরিফ হোসেন প্রতিবাদ করলে তাদের লাঞ্ছিত করা হয়।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের সমর্থকরা একট্টা হয়ে পাল্টাপাল্টি অবস্থান নিলে উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের পাঁচ নেতাকর্মী আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, পরিস্থিতি এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় হামলার শিকার নেতাকর্মীরা লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

তবে হামলার শিকার নেতাকর্মীদের পক্ষে চেয়ারম্যান তরিফুর রহমান জানান, বিষয়টি এমপি পঙ্কজ দেবনাথকে জানানো হলে তিনি অভিযুক্তদের বিচারের আশ্বাস দেন। এ কারণে থানায় অভিযোগ করা হয়নি।



মন্তব্য চালু নেই