টেনশনে আরজে নিশা

রাজন হাসানের পরিচালনায় ‘টেনশন’ নামের একটি নাটকে অভিনয় করলেন আরজে নিশা। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়।

নাটকের নায়িকা লহনী, যার বাবা সব কিছুতে ওভার রি এক্ট করে, মেয়ে বাইরে গেছে মানেই মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, মেয়ে কোন ছেলের সাথে কথা বলছে মানে মেয়ে তার সাথে প্রেম করছে। এই যুগ অনেক খারাপ, মেয়েদের বোরখা পরে বের হতে হবে-এই ধরনের ধারণা তার মাথার মধ্যে থাকে। আর এদিকে লহনী তার ফ্রেন্ড এর সাথে মিলে নানান ফন্দি আটে বাবাকে ঠিক করার জন্য। আর তা নিয়ে ঘটতে থাকে মজার মজার ঘটনা।

নিশা ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন আফজাল শরীফ, সাবেরী আলম, প্রভা, শ্যামল মাওলাসহ আরো অনেকে।



মন্তব্য চালু নেই