টেকসই জীবিকায়নের উপর আলো প্রজেক্টের মতবিনিময় সভা
শেরপুরের ঝিনাইগাতীতে ২২নভেম্বর রবিবার বিকালে উপজেলা নির্বার্হী অফিসারের সভা কক্ষে উপজেলা এগ্রো প্রোডাক্টস্ এসোসিয়েশন (টঅচঅ)ঝিনাইগাতী’র আয়োজনে টেকসই জীবিকায়নের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলো প্রজেক্টের রেজিওনাল ফিল্ড কো-অর্ডিনেটর উজ্জল কুমার দত্ত রায় এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুতপা ভট্রাচার্জ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদেক মিয়া, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আলহাজ রেজুয়ানুল হক ভূইয়া, শেরপুর জেলার কৃষি উৎপাদক এসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান, ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সেক্রেটারী জাকির হোসেন।
বক্তারা কৃষি পন্য উৎপাদন এসোসিয়েশনের প্রয়োজনীয়তা, সাংগঠনিক কাঠামো,সরকারী, বেসরকারী সংস্থা সমুহ উৎপাদক এসোসিয়েশনকে কিভাবে সহযোগীতা করতে পারে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, কৃষকরাই হলেন এদেশের প্রাণ, কৃষক বাঁচলেই দেশ বাচঁবে, তাই কৃষকদের টেকসই পদ্ধতিতে কৃষি পন্য উৎপাদনের মাধ্যমে জীবিকায়ন করতে হবে।
মন্তব্য চালু নেই