টেকনাফ ২ বিজিবি ব্যাটেলিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ : টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুন বুধবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ইফতার মাহফিল উপলক্ষ্যে অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ (পিবিজিএম) ইউনিটের সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকদের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু করেন।

সন্ধ্যায় ইফতার মাহফিল, মাগরিবের নামাজের পর ব্যাটেলিয়ন মসজিদে ইউনিটের উত্তরোত্তর সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এরপর রাত ৭টায় সৈনিক মেসে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এসময় ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ, ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, মেডিকেল অফিসার, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র, টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার, থানার ও উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের অফিসারবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীগন, ২বিজিবি ব্যাটালিয়নের অফিসারবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।



মন্তব্য চালু নেই