টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ

ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ: বৈরী আবহাওয়া ও সমুদ্রে ৩ নম্বর সর্তক সংকেত দেখানোর কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

ফলে সেন্টমার্টিন বেড়াতে এসে শতাধিক পর্যটক আটকা পড়ার খবর পাওয়া গেছে। ফলে টেকনাফ থেকে কোন জাহাজ ছাড়েনি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শফিউল আলম। তিনি জানান, শুক্রবার হঠাৎ করে বৈরী আবহাওয়া দেখা দিলে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সব জাহাজগুলোকে চলাচল বন্ধ রাখার নিদের্শ দেওয়া হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন, টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছে। এসব পর্যটক হোটেল ব্ল“-মেরিন, সীমানা পেরিয়ে, অবকাশ, লাবিবা রির্সোট, প্রাসাদ প্যারাডাইসসহ বিভিন্ন হোটেলে অবস্থান করছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান জানান, আটকে পড়া এসব পর্যটকের খোজঁখবর ও সুবিধা-অসুবিধা দেখা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি ভাল হলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের টেকনাফ পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি।



মন্তব্য চালু নেই