টেকনাফ শাহপরীরদ্বীপ সড়ক এখন মরণ ফাঁদ !
ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ: টেকনাফ শাহপরীরদ্বীপ সড়কে নাজির পাড়া ব্রিজ দিয়ে মরণের ঝুকিঁ নিয়ে চলাচল করছে যাত্রী সাধারণগণ। টেকনাফ সাবরাং ইউনিয়নের একমাত্র সড়ক হলেও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে নাজির পাড়া ব্রিজটি। সংস্কারের উদ্যেগ নেই। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত যাত্রী টেকনাফ হতে শাহপরীরদ্বীপ আবার শাহপরীরদ্বীপ হতে টেকনাফে চলাচল করছে। দীর্ঘদিন যাবৎ এ ১৩ কিলোমিটার সড়কের সংস্কার না হওয়ায় সড়কে যেমনি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে তেমনি সড়কের অনেক ব্রিজ ভেঙ্গে ঝুকিঁ পূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন শত শত যাত্রী জীবনের ঝুকিঁ নিয়ে ব্রিজ পারাপার করছে। তৎমধ্যে সবচেয়ে ঝুকিঁ পূর্ণ হয়ে পড়েছে নাজির পাড়া ব্র্রিজ। সূত্রে জানায়, বিগত ৭/৮ বছর যাবৎ সড়ক যেমনি সংস্কার হয়নি তেমনি ব্রিজও কোন মেরামত বা পুনঃ সংস্কার করেনি। সড়ক পরিদর্শনে দেখা যায়, এ ব্রিজটি পার হতে অনেক যাত্রী গাড়ী থেকে নেমে পড়ে আবার গাড়ীতে থাকা যাত্রীগণ সৃষ্টিকর্তার নাম নিয়ে পারাপার করে। উল্লেখ্য যে, সাবরাং ইউনিয়নের মুর্মূষ রোগীরা পড়েছে বিপাকে। কখন এ সড়ক সংস্কার হবে তার কোন ইঙ্গিত দেখা যাচ্ছেনা। স্থানীয় জনগণ ক্ষোভের সাথে জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার হিমায়িত মাছ, লবণ, সুপারি, নারকেল, করিডোরের গরু ও পান যাচ্ছে। ইহা ছাড়া যাতায়ত করছে নি¤œস্তরের জনপ্রতিনিধি হতে আরম্ব করে উর্ধ্বতন জনপ্রতিনিধি পর্যন্ত। অথচ এ সড়কের সংস্কারের বিষয়ে কারো মাথা ব্যথা নেই। সড়ক সংস্কার বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের টেকনাফের ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল সংযোগ না পাওয়ায় তার স্থলে একজন ওয়ার্কষ্টেন্ডের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সড়ক সংস্কারের টেন্ডার হয়েছে। ওয়ার্ক অর্ডার পেলেই কাজ শুরু হবে।
মন্তব্য চালু নেই