টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ ২ ভাই আটক

টেকনাফ মডেল থানা পুলিশ হ্নীলা ইউনিয়নের লেদায় অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকা মুল্যের ১০ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। এরা হচ্ছেন সিরাজুল ইসলাম (২৯),সাইফুল ইসলাম (২৬), উভয় পিতা হাজী জাফর আলম।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ মে ভোর রাতে হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের হাজী জাফর আলমের বাড়ীতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা সহ ২ ভাইকে আটক করা হয়। অভিযানে নেতৃত্বদেন এসআই আলমগীর ও সঙ্গীয় ফোর্স। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে কোটে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানায়।



মন্তব্য চালু নেই