টেকনাফে বিজিবি অভিযান ইয়াবা ও নগদ টাকাসহ আটক-২
টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হচেছ, টেকনাফ হ্নীলা পশ্চিম লেদা এলাকায় মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আফসার কামাল (২২) ও আলীখালী এলাকার ইসলাম মিয়ার ছেলে রশিদ (১৮)।
সোমবার ভোরে লেদা বিওপি চৌকির নায়ক সুবেদার তারা মিয়ার নেতৃত্বে হ্নীলা ইউনিয়েন লেদা এয়ারটেল টাওয়ার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ৯ হাজার ৯২০ পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৯০ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ ৭৬ হাজার টাকা।
মন্তব্য চালু নেই