টেকনাফে বিজিবি‘র অভিযান ২০ হাজার ইয়াবাসহ আটক-২
টেকনাফ ৪২বিজিবি ব্যাটালিয়ন, টেকনাফ এর অধীনস্থ টেকনাফ বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গত ১৩ আগস্ট সময় আনুমানিক ৪ ঘটিকায় টেকনাফস্থ ১নং স্লুইচ গেটের দক্ষিণ পার্শ্বে কেওড়া বাগানে অভিযান পরিচালনা করে ৬০ লক্ষ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
আটককারীরা হলেন (১) মোঃ আমান উল্লাহ (২৪), পিতা-মোঃ সুলতান (২) মোঃ ইউসুফ (২০), পিতা-মোঃ ইউনুছ উভয়ের গ্রাম-ডেইলপাড়া, পোষ্ট+থানা+জেলা-মংডু,মিয়ানমার ।
উক্ত ২ ব্যক্তির দেহ তল্লাশী করে উভয়ের পরিহিত লুঙ্গির সাথে কোমড়ে বাঁধা অবস্থায় ২টি ইয়াবার পোটলা উদ্ধার করতে সক্ষম হয়। পোটলা খুলে গণনা করে ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় যার বাজার মূল্য ৬০ লক্ষ টাকা। ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট ধারায় মামলা রজ্জু করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানায়।
মন্তব্য চালু নেই