টেকনাফে পুুলিশের হাতে তালিকা ভূক্ত ২ মানবপাচারকারী আটক

টেকনাফ পুলিশের হাতে তালিকা ভূক্ত ২ মানবপাচারকারীকে আটক হয়েছে। গত ৩০ মে বিকেলে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (এসআই) সরুজ কুমার আর্চায্যের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উনছিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে খারাংখালী এলাকার মৃত খলিলুর রহমানরে পুত্র নজির আহাম্মদ (৫৫) এবং উনছিপ্রাং এলাকার মৃত মৌঃ আব্দুল আলীমের পুত্র সৈয়দ আকবর (৩৫) কে আটক করেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ আতাউর রহমান খোন্দকার ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন আটককৃত মানবপাচারকারী দালালদেরকে সংশ্লিষ্ট ধারায় কোটে প্রেরন করা হবে।



মন্তব্য চালু নেই