টেকনাফে পুলিশের অভিযান আটক-১
ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফ থানা পুলিশ সদর ইউনিয়নের হাবিরছড়া নামক স্থানে অভিযান চালিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত এক মানবপাচারকারীকে আটক করেছে।
গত ১০ ফেব্রুয়ারী ভোরে টেকনাফ মডেল থানার সহকারী দারোগা এএসআই রিংকনের নের্তৃত্বে একদল পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিরছড়া এলাকার মৃত নুর আহম্মদের পুত্র নুরুল ইসলাম প্রকাশ নুর সালাম (৫০)কে আটক করেন।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রজ্জু করে কোটে প্রেরণ করেছে বলে পুলিশ জানায়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য চালু নেই