টেকনাফে নির্বাচনী সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ আহত ১৩
কক্সবাজারের টেকনাফে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ৭ জন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছেন।
মঙ্গলাবার দুপুর ১টার দিকে সদর ইউনিয়নের লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ।
তিনি বলেন, টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আবুল হোসেন রাজু ও ওমর হাকিমের সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্রের বাইরে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৭ জন গুলিবিদ্ধসহ ১৩ আহত হয়েছেন।
আহতরা হলেন- রাজারছড়ার মৃত মকতুল হোসেনের ছেলে আবুল কাশেম (৬০) ও তার ছেলে মোহাম্মদ রেজাউল (২৪), নুর আহমদের ছেলে নুরুল আজিম (২৫), মোহাম্মদ ফুল্লাবের ছেলে মোহাম্মদ বশর, মকবুল হোসেনের ছেলে আবুল বশর (৫০), আবুল কালাম (৪৫), আহমদ হোসাইনের ছেলে মোহাম্মদ বেলাল (২৮), মহসীন আলীর স্ত্রী দিল বাহার (৪০), রুহুল আমিনের ছেলে মোহাম্মদ মারুফ (২১), মিঠা পানিরছড়া এলাকার সুলতান আহমদের ছেলে সাইদুল ইসলাম (৪০), আব্দুল হামিদের ছেলে মামুনুর রশিদ (১৯), নাজির আলমের ছেলে আমির হোসাইন (১৪) ও উমর হামজার ছেলে মোহাম্মদ কফিল (২০)।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আতাউর রহমান বলেন, আহত ১৩ জন হাসপাতালে আনা হয়। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে কক্সবাজারে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফিরোজ খান চৌধুরী।
মন্তব্য চালু নেই