টেকনাফে দুঃস্থ নারীদের মাঝে ছাগল ও মুরগী বিতরণ

ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ : টেকনাফে দুঃস্থ নারীদের মাঝে মহিলা ভাইস চেয়ারম্যান মিস্ তাহেরা আক্তার মিলি ছাগল ও মুরগী বিতরণ করেছেন। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্টান শেষে ৩২ জন দুঃস্থ নারীদের মাঝে তিনি ছাগল ও মুরগী বিতরণ করেন।উপজেলা পরিষদ মিলনায়তনে এতদুপলক্ষ্যে আয়োজিত অনাড়ম্বর অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউল আলম, উপজেলা সমবায় অফিসার মোঃ শামসুল আলম কুতুবী, উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইলিয়াছ, কমিউনিটি রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন, প্রোগ্রাম প্রোডিউসার হারুন রশিদ, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার অজয় কুমার চৌধুরী, সিপিপি’র আব্দুল মতিন পুরান পল্লান পাড়ার বিশিস্ট সমাজসেবক নুরুস সামাদ লালু, শেডের প্রোগ্রাম ডিরেক্টর বাথাই মং, আইসিসিডিআরবি’র অমিত বণিক, টেকনাফ আইন সহায়তা কেন্দ্রের তারিকুল ইসলাম তারেক, মেরী স্টোপস ক্লিনিকের ম্যানেজার তাতু বড়–য়া, নারী নেত্রী কুলছুমা আক্তারসহ বিভিন্ন সংস্থা ও প্রতিস্টানের শতাধিক নারী-পুরুষ ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে দুঃস্থ নারীদের মাঝে মহিলা ভাইস চেয়ারম্যান মিস্ তাহেরা আক্তার মিলি ২টি ছাগল এবং ৩০টি মুরগী বিতরণ করেন।টেকনাফ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিস্ তাহেরা আক্তার মিলি জানান ২০১৫-২০১৬ আর্থিক বছরের বার্ষিক উন্নয়ন কর্মসুচীর (এডিপি) আওতায় মহিলা ভাইস চেয়ারম্যানের অনুকুলে বরাদ্দপ্রাপ্ত ১ লক্ষ টাকায় নারীদের উন্নয়নে দুঃস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রাথমিকভাবে মোট ১৭৬ জন দুঃস্থ নারীদের মাঝে ছাগল এবং হাঁস মুরগী বিতরণ করা হবে। প্রথম দিন ৩২ জনকে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে মোট ১৭৬ জন দুঃস্থ নারীদের মাঝে ছাগল এবং হাঁস মুরগী বিতরণ করা হবে।



মন্তব্য চালু নেই