টেকনাফে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: দেশের অন্যান্য স্থানের মত টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ পালিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারী সকালে টেকনাফ উপজেলা নিবার্হী অফিসার মোঃ শফিউল আলমের নের্তৃত্বে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে এক বিরাট র্যালী উপজেলা পরিষদ চত্বর হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার মোঃ শফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ জাফর আহম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌঃ রফিক উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর, উপজেলা মৎস্য অফিসার হুমায়ুন মুরশেদ ও রির্সোস অফিসার মোঃ ইলিয়াছ প্রমুখ।
সভায় টেকনাফ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বলেন, মানসম্মত শিক্ষায় এনে দিতে পারে জাতীর ভাগ্য উন্নয়ন। তাই আপনারা সকলেই মানসম্মত শিক্ষা প্রদানে এগিয়ে আসবেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার মোঃ শফিউল আলম বলেন, শিক্ষকদের স্কুল মুখি হলে চলবেনা। আপনাদের প্রধান দায়িত্ব হল স্কুলের আশেপাশে অনেক ছেলে-মেয়ে স্কুলে আসেনা।
তাদেরকে স্কুল মুখি করতে হবে। এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের চেয়ে শিক্ষার উন্নয়ন অনেক বেশী। একটি ছেলে উচ্চ শিক্ষিত হলে এলাকায় অনেক কালভাট, ব্রিজ নির্মিত হবে। এলাকা হবে আলোকিত।
যতই শিক্ষিত হয় এলাকা ততই উন্নত হয়। এ বিষয়ে সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে।
মন্তব্য চালু নেই