টেকনাফে ইউপি নিবার্চনে প্রচার শুরু: বাড়ছে ভোটারদের কদর
ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ: আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে টেকনাফ উপজেলায় প্রার্থীদের প্রচারনা শুরু হয়েছে। কদর বেড়েছে সাধারণ ভোটারদের। যারা প্রার্থী হয়েছেন, বিজয় ছিনিয়ে াআনার জন্য কোমর বেধেঁ মাঠে নেমে পড়েছে। নাওয়া-খাওয়া ভুলে গিয়ে দিবা-রাত্রি ভোটরদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। যারা জীবনেও যে সমস্ত লোকদের সাথে কথা বলেনি এমন কি পাশেও যায়নি গরীব ও মেহনতি লোক বিধায়, এখন প্রার্থীরা তাদের সাথে করমদন, কুলাকুলি ও সালাম বিনিময় করছে। আপ্যায়ন করাচ্ছে। খাওয়াচ্ছে পেঠ পুরে। জিজ্ঞাসাবাদ করছে কেমন আছেন, ছেলে-মেয়ে কেমন আছেন, অনেক কিছু। অনেক সাধারণ ভোটারগণ বলেছে, সারা বছর এবং মেয়াদ পর্যন্ত যদি নিবার্চিত জনপ্রতিনিধিগণ এভাবে ব্যবহার ও ভোটারদের সাথে কথা বলতো এবং পরামর্শ করত তাহলে জীবনেও তার মেম্বার, চেয়ারম্যান পদের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যেতে হতনা। ভোটারদের অভিমত হচ্ছে, শত শত প্রার্থী নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, নিবার্চনে বিজয় হওয়ার জন্য। কিন্তু আমাদের অর্থ্যাৎ ভোটারদের প্রশ্ন হচ্ছে, প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, আচার-আচরণ ও বিচার শালিস সম্পর্কে কতটুকু জ্ঞান আছে তা যাচাই-বাছাই করে ভোট প্রদান করব। কেন না আমরা নিবার্চিত জনপ্রতিনিধিদেরকে তাদের মেয়াদ পর্যন্ত কাছেও পাব না। বর্তমান প্রেক্ষাপটে নিবার্চন হচ্ছে বাণিজ্য। জনপ্রতিনিধি হচ্ছে বাণিজ্য। সুতারাং এমন ব্যক্তি নিবার্চিত হয়ে আসুক যে প্রার্থী এলাকার জনসাধারণের আপদে-বিপদে এগিয়ে আসবে, এলাকার, সমাজের ও দেশের উন্নয়নের কাজ করবে। এ ধরনের প্রার্থীর বিজয় প্রত্যাশা করছি। সাথে সাথে সচেতন ভোটারদেরকে ভোট প্রদানের আহবান জানাচ্ছি।
মন্তব্য চালু নেই