টেকনাফে অস্ত্রসহ আটক-২
টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ দু-জনকে আটক করেছে। গত ১১ নভেম্বর ভোর রাতে পৌর এলাকার জালিয়া পাড়ায় অভিযান চালিয়ে একটি এলজি ও একটি চাকু সহ এদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন মৃত দলিলুর রহমানের পুত্র সালমান (২৫) ও মৃত কালা মিয়ার পুত্র ইমান হোসেন প্রকাশ গুরা (২৮)। পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মফিজুল ইসলামের নের্তৃত্বে এক দল পুলিশ ফোর্স আটক কৃত ব্যক্তিদের বাড়িতে তল্লাশী চালিয়ে এদেরকে আটক করে । তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রজ্জু করে কোটে চালান দেওয়া হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই