টুলে চড়ে বক্তব্য দিলেন রওশন
মানুষটা খর্বকায় না হলেও লম্বা নন। ছোটখাট ছিপছিপে গড়নের। সভা বা সেমিনারের ডায়াচে উঠলে তার মুখটা প্রায় ঢাকা পড়ে যায়।
এই সমস্যার কারণে বৃহস্পতিবার দলের মহাসমাবেশে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন তিনি। অবশেষে একটি টুল এনে রক্ষা!
সোহরাওয়ার্দী উদ্যান ভর্তি মানুষ। একেএকে নেতানেত্রীরা বক্তব্য দিয়ে যাচ্ছেন। এবার পালা দলের সিনিয়ার প্রেসিডিয়াম সমস্য ও সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের। কিন্তু মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে ওই উচ্চতা সমস্যার কারণে পড়লেন বিপাকে।
তিনি বলেই ফেললেন, ‘এত মাইক বড়। আমাকে তো কেউ দেখতেই পাবে না।’
উপস্থিত নেতারা দৌড়ে এসে মাইক্রোফোনের স্ট্যান্ডটা ছোট করে দিলেন। এতেও হলো না। তখন কোথা থেকে একটা টুল এনে দিলে নেত্রী তাতে উঠে বক্তৃতা দিলেন।
এই অবস্থা দেখে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদকর্মীদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
মন্তব্য চালু নেই