টুকিটাকি সমস্যার কার্যকরী সমাধান

গৃহস্থালীর কাজে মাঝে-মধ্যেই নানা সমস্যার সম্মুখিন হতে হয়। রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর পর্যন্ত প্রতিটি কাজেই টুকিটাকি ঝামেলা লেগেই থাকে। খাবার জিনিস নষ্ট হওয়া, পোকামাকড়ের উৎপাতের মতো ঘটনা সামান্য বিষয় হলেও সব মিলিয়ে বড় সমস্যা। তাইতো আজ জেনে নেব তেমন কিছু কার্যকরী সমাধান…

– ঘরের মধ্যে মশার উৎপাত কমাতে চাইলে, বৈদ্যুতিক আলোটির গায়ে হলুদ সেলোফেনে জড়িয়ে দিন। হলুদ আলো বের হলে দেখবেন মশা কমে গেছে। কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায়।

– নিমপাতা ভেজানো বা সেদ্ধ পানিতে ঘর মুছুন। পোকা-মাকড়ের উপদ্রব কমবে। নিমপাতা তোশক বা গদির তলায় রাখুন পোকামাকড় হবে না।

– গ্রামের অনেক ঘরে বা রান্নাঘরে মাঝে মধ্যে সাপ ঢুকে যায়। কিছুটা রসুন বেটে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দিলে ঘরের ভেতর সাপ ঢুকবে না।

– বাচ্চাদের ঘরে মাছি আর পিঁপড়া বেশি হয়। যদি একটু লবণ ছিটিয়ে ঘর মোছা যায়, তবে পিঁপড়ে-মাছি সবই কম হবে।

– আটা, ময়দা, ডাল পোকার হাত থেকে বাঁচতে হলে একমুঠো নিমপাতা শুকিয়ে উপরে ছড়িয়ে দিন, পোকা হবে না।



মন্তব্য চালু নেই