টুইট বার্তায় খালেদা : সাখাওয়াতকে ধানের শীষে ভোট দিন

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

একইসঙ্গে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থীদেরও বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে দেয়া এক টুইটে বিএনপি চেয়ারপারসন এ আহ্বান জানান।

টুইটে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ছবি ও ধানের শীষের প্রতীকও সংযুক্ত করা হয়েছে।

এর আগে সোমবার এক বিবৃতিতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি নীরব ভোট বিপ্লব ঘটানোর আহ্বান জানান খালেদা জিয়া।

প্রসঙ্গত, এই নির্বাচনে বুধবার গণসংযোগ করার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু নির্বাচন কমিশন পরিপত্র জারি করে জানায়, নির্বাচনের ৭২ ঘণ্টা আগে কোনো বহিরাগত নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবে না। এ নিষেধাজ্ঞার ফলে শেষ পর্যন্ত গণসংযোগ যেতে পারেননি তিনি।



মন্তব্য চালু নেই