টুইট করে বিপাকে হেমা মালিনী

ভালোবেসে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটা টুইট করেছিলেন মাত্র। এর জন্য এত ভোগান্তি কপালে ছিল তা কে বা জানতো। বলিউডের ‘ড্রিম গার্ল’ খ্যাত অভিনেত্রী হেমা মালিনীও নিশ্চয় জানতেন না। কী করেছিলেন? না, সকাল সকাল দীপিকাকে বাগদানের শুভেচ্ছা জানিয়েছিলেন এই যা।

আর এতেই যত বিপত্তি। হেমা মালিনীর টুইটে সকলেরই ধারণা হয়, রণবীর সিংয়ের সঙ্গে বোধহয় বাগদান পর্বটা সেরেই নিলেন দীপিকা পাড়ুকোন। কেউ খবরের সত্যতা জানতে চান, তো কেউ রণবীর-দীপিকাকে শুভেচ্ছাই জানিয়ে বসেন।

ভক্তদের এমন প্রশ্নে বিরক্ত হেমা মালিনী অবশেষে বলতে বাধ্য হন এই দীপিকা বলিউড দীপিকা পাড়ুকোন নন। তিনি যে দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি আসলে হেমাকে টুইটারে ফলো করা এক কন্যা। যার সদ্য বাগদান পর্ব হয়েছে মাত্র।



মন্তব্য চালু নেই